দেশের মানুষকে নিয়ে যেন কেউ খেলতে না পারে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/20/photo-1442737123.jpg)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের চলতি মেয়াদের মধ্যে দেশকে এমন জায়গায় নিয়ে যেতে হবে, যেন আর কেউ বাংলাদেশের মানুষকে নিয়ে খেলতে না পারে। আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০১৫-১৬ অর্থবছরের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সরকারের কর্মপরিকল্পনা চুক্তি সম্পাদন অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।
অনুষ্ঠানে কাজের অগ্রাধিকার ঠিক করে তা বাস্তবায়নের দিকে গুরুত্ব দেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন শেখ হাসিনা।
সরকারের কাজে আরো গতি ও স্বচ্ছতা আনতে গত অর্থবছরে প্রজাতন্ত্রের কর্মচারীদের সঙ্গে চুক্তি করে সরকার। প্রথমবারের চুক্তির ফলাফল আশাব্যঞ্জক হওয়ায় চলতি অর্থবছরের জন্য আবারো এই চুক্তি স্বাক্ষরিত হলো। প্রধানমন্ত্রীর পক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা ও বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষে স্ব-স্ব সচিব এ চুক্তিতে সই এবং চুক্তিপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী সরকারের সিদ্ধান্ত এবং বাস্তবায়ন খুব দ্রুত করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
জাতীয় উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন এবং মন্ত্রণালয়ের সাফল্য পরস্পরের ওপর নির্ভরশীল উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রতিটি মন্ত্রণালয়কে তাদের সমন্বিত কার্য চিহ্নিত করার পরামর্শ দেন। তিনি বলেন, এ চুক্তির ফলে সরকারি কাজের গুণগত ও পরিমাণগত মান সঠিকভাবে মূল্যায়ন করা যাবে। সুনির্দিষ্ট করা যাবে দায়বদ্ধতার বিষয়টিও।
আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বিশ্বের সামনে আদর্শ দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য সবাইকে নিজের সর্বোচ্চ চেষ্টা দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।