এমবিবিএস ফল বাতিল দাবি বিএনপির, বিক্ষোভ শিক্ষার্থীদের
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল বাতিল করে আবারো পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
এ ছাড়া সকালেই জাতীয় প্রেসক্লাবে একই দাবিতে বিক্ষোভ করেছেন পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান রিপন বলেন, মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ থাকার পরও সরকার কোনোরকম তদন্ত ছাড়াই ফল প্রকাশ করেছে। এ সময় প্রকাশিত ফলকে জাল বলেও মন্তব্য করেন তিনি।
রিপন বলেন, মেডিকেলের ভর্তি পরীক্ষা ফের নিতে শিক্ষার্থীরা যে দাবি তুলেছেন, সেটিতে বিএনপির নৈতিক সমর্থন থাকবে। তিনি বলেন, দেশে কার্যত কোনো সুশাসন না থাকায় প্রতিটি মন্ত্রণালয় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটকে কেন্দ্র করে ছাত্রলীগ-যুবলীগের লুটপাট ও দখলদারিত্ব বেড়েছে। এ সময় তিনি পুলিশের গুলিতে টাঙ্গাইলে তিনজন নিহতের ঘটনার তীব্র নিন্দা জানান।
এদিকে, এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তাঁরা এ দাবি জানান। শিক্ষার্থীদের দাবি, ভর্তি পরীক্ষার আগের রাতেই প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, যার প্রমাণ তাঁদের কাছে আছে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকায় চারজনকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার পরও সরকার ভর্তি পরীক্ষা বাতিল না করে তড়িঘড়ি করে আজ সকালে ফল ঘোষণা করে।
কয়েকজন শিক্ষার্থী দাবি করেন, সরকারিভাবে ফল সকালে ঘোষণা করলেও মধ্যরাত থেকেই বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীরা ফল পেতে শুরু করেছেন। এ সময় অবিলম্বে ভর্তি পরীক্ষা বাতিল না করলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ার দেন তাঁরা।
গত শুক্রবার এমবিবিএস ও বিডিএসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।