মেহেরপুরে ট্রাকচাপায় আহত দুজনের মৃত্যু
মেহেরপুর শহরের বিসিক শিল্পনগরীর সামনে একটি ট্রাকের চাপায় আহত দুজনের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত দুজন হলেন মেহেরাজ হোসেন (১৮) ও সুজন মিয়া (১৭)।
মেহেরাজ সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের আবদুল বারেকের ছেলে। সুজন মিয়া একই গ্রামের রানা মিয়ার ছেলে। তাঁরা মেহেরপুর শহরে দুটি দোকানে কাজ করতেন বলে জানা গেছে। কাজ শেষে বাড়ি ফেরার পথে তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের পাঁচজন শহরের বিভিন্ন দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। কাজ শেষে গত রাতে বাইসাইকেলে করে তাঁরা বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে বিসিক শিল্পনগরীর সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয় লোকজন ওই পাঁচজনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মেহেরাজ মারা যান। গুরুতর অবস্থায় সুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব এনটিভি অনলাইনকে বলেন, চালক ও ট্রাকটি খুঁজে বের করার চেষ্টা চলছে।