ভারতে পাচারকালে দুই হাজার বস্তা রসুন জব্দ
বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে বরগুনার বিষখালী নদী থেকে প্রায় দুই হাজার বস্তা রসুনসহ একটি ট্রলার জব্দ করেছে পাথরঘাটার কোস্টগার্ড।
পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এস এ রউফ জানান, রোববার দিবাগত রাত ২টার দিকে বরগুনার বিষখালী নদীর বাইনচটকী এলাকা থেকে এসব রসুন আটক করা হয়।
এস এ রউফ বলেন, বিষখালী-বলেশ্বর ও পায়রা নদীর মোহনায় টহলরত কোস্টগার্ডের একটি দল ট্রলারটিকে দেখে সন্দেহ করে। পরে ট্রলারটিকে থামতে বলা হলে ট্রলালের লোকজন না থামিয়ে গতি বাড়িয়ে বরগুনার দিকে চালাতে থাকেন। পরে ট্রলারটির পেছনে ধাওয়া করা হয়। ট্রলারে থাকা লোকজন বাইনচটকি এলাকায় এসে কূলে ভিড়িয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ওই ট্রলারে প্রায় দুই হাজার বস্তা রসুন পাওয়া যায়।
চোরাকারবারিরা এসব রসুন ভারতে পাচারের চেষ্টা চালাচ্ছিল বলে মন্তব্য করে স্টেশন কমান্ডার বলেন, আটক রসুন সরকারের কাস্টমস বিভাগে হস্তান্তর করা হবে।