দিনাজপুরে কোটার দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/10/08/photo-1538978258.jpg)
দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা।
কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী আজ সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ব্যানারে অবস্থান নেন অবরোধকারীরা। একই সঙ্গে তাঁরা রেলপথের ওপরেও অবস্থান নিলে আটকা পড়ে পার্বতীপুর থেকে পঞ্চগড়গামী একটি ট্রেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলে ট্রেনটি গন্তব্যের অভিমুখে ছেড়ে যায়।
কর্মসূচি চলাকালে বিক্ষোভ প্রদর্শনকারীরা সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে স্লোগান দিতে থাকেন। এ সময় সরকারি চাকরিতে সব রকম কোটা বাতিল বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছাড়কৃত পরিপত্র প্রত্যাহারের দাবিও জানান তাঁরা।
দেশব্যাপী ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে সব রকমের কোটা বাতিল করে। এর পর থেকে দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা ও আদিবাসী পরিবারের সন্তানরা কোটা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে আসছেন।