রাজাপুর সদর ইউনিয়নের উপনির্বাচনে মজিবর মৃধা জয়ী
ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে মো. আনোয়ার হোসেন মজিবর মৃধা ফ্রিজ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মো. আনোয়ার হোসেন মজিবর মৃধা পেয়েছেন চার হাজার ১৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজুল ইসলাম কাজল শরীফ (টেবিল ফ্যান) তিন হাজার ২১৫ ভোট পেয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আইয়ুব আলী হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিএনপি বা অন্য দল-সমর্থিত কোনো প্রার্থী এ নির্বাচনে অংশ নেননি। কোনো প্রকার অপ্রীতিকর অবস্থা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়।
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। এ সময় ভোটার উপস্থিতি স্বাভাবিক ছিল। সকাল থেকে কেন্দ্রগুলো পরিদর্শন করেন ঝালকাঠির সহকারী পুলিশ সুপার মাহামুদ হাসান ও রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সাদিকুর রহমান।
গত ২১ জুলাই এ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াহেদ মৃধার মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন ২১ সেপ্টেম্বর উপনির্বাচনের দিন নির্ধারণ করে।