আলিম জুট মিল বেসরকারি খাতে হস্তান্তরের প্রতিবাদ
খুলনায় আলিম জুট মিল লিমিটেড বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়ার প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সড়কটি অবরোধ করে রাখা হবে বলে জানিয়েছেন তাঁরা। ফলে গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন খুলনার আটরা শিল্প এলাকায় অবস্থিত আলিম জুট মিলটি উচ্চ আদালতের নির্দেশে গত মে মাস থেকে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। সে সময় থেকেই মিলের সিবিএ ও নন-সিবিএ শ্রমিকরা মিল বেসরকারি খাতে হস্তান্তরের প্রতিবাদে ‘আলিম জুট মিল রক্ষা সিবিএ ও নন-সিবিএ সমন্বয় সংগ্রাম কমিটি’র ব্যানারে আন্দোলন করে আসছে।
গত রমজান মাস থেকেই মিলের উৎপাদন বন্ধ হয়ে গেছে। বন্ধ রয়েছে শ্রমিকদের মজুরি-বেতনসহ বিভিন্ন ভাতা। মিলটি বেসরকারি খাতে হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে সংগ্রাম কমিটি লাঠি মিছিল, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছে। স্থানীয় আওয়ামী লীগও শ্রমিকদের এ আন্দোলনকে সমর্থন দিয়েছে।
আন্দোলনের ধারাবাহিকতায় আজ সকাল ১০টায় আলিম জুট মিলের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন শ্রমিকরা। এর পর তাঁরা লাঠি মিছিল নিয়ে খুলনা-যশোর মহাসড়কে এসে অবস্থান নেন। ফলে ব্যস্ততম এই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে ১৭ সেপ্টেম্বর শ্রমিকরা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সড়ক অবোরধ কর্মসূচি পালন করেছিলেন।
সড়ক অবরোধ করে সংগ্রাম কমিটির সভাপতি আবদুস সালাম জমাদ্দারের সভাপতিত্বে সমাবেশ করা হয়। এ সময় বক্তব্য রাখেন মিলের সিবিএর সাধারণ সম্পাদক আবদুর রশিদ, শ্রমিক নেতা জাকারিয়া শেখ, আমিনুল ইসলামসহ অন্যরা।
আবদুস সালাম জমাদ্দার বলেন, একজন শ্রমিক জীবিত থাকা পর্যন্ত এই মিল বেসরকারি খাতে হস্তান্তর করতে দেওয়া হবে না। আন্দোলনের চূড়ান্ত ফল না আসা পর্যন্ত শ্রমিকরা রাজপথেই থাকবে। তিনি ঈদের আগে শ্রমিকদের মজুরিসহ বিভিন্ন পাওনা পরিশোধের আহ্বান জানান। তা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।