সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন হবে : শিল্পমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/10/20/photo-1540054842.jpg)
সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, গণতন্ত্রের ধারা হচ্ছে নির্বাচন করা। তাই সংবিধান অনুযায়ী, আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচনে অংশ না নিলে সেটা হবে অগণতান্ত্রিক সিদ্ধান্ত।
আজ শনিবার বিকালে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। ঝালকাঠি সার্কিট হাউসে এ অনুষ্ঠানের আয়োজন করে টেলিভিশন সাংবাদিক সমিতি।
এ সময় বিএনপির উদ্দেশে শিল্পমন্ত্রী বলেন, বিএনপিকে জোর করে নির্বাচনে নিতে হবে, তারা যা বলবে সবকিছু মেনে নিতে হবে; এটা গণতান্ত্রিক পন্থা নয়। যারা নির্বাচিত হতে পারবে না, তারাই বোমাবাজি করে। বোমা মেরে দাবি আদায় করা যায় না। বোমাবাজি করাটা কোনো গণতান্ত্রিক পথ নয়। আওয়ামী লীগ গণতন্ত্র রক্ষা করার জন্য সব কিছু করতে প্রস্তুত।
ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করেন টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল সাহা।