ঝালকাঠিতে বিএনপির মিছিলে বাধা, সাংগঠনিক সম্পাদক আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/10/21/photo-1540111654.jpg)
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন সাজা দেওয়ার প্রতিবাদে ঝালকাঠিতে বিএনপির কালো পতাকা মিছিল ও সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। সমাবেশ করতে না পেরে বক্তব্য রাখার সময় পুলিশ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পিকে আটক করেছে।
বিএনপি নেতারা অভিযোগ করেন, আজ রোববার সকাল ১০টার দিকে শহরের ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল ও সমাবেশ করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে যেতে চাইলে পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। বাধা উপেক্ষা করে জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পিসহ পাঁচজন দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকেন। এ সময় বক্তব্য দিতে চাইলে পুলিশ মেহেদী হাসান খান বাপ্পিকে আটক করে গাড়িতে ওঠায়। পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় জেলা বিএনপির কর্মসূচি।
আটকের ব্যাপারে ঝালকাঠি থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের মধ্যে কাউকে মিছিল করতে দেওয়া হয়নি। তারপরও মিছিল করতে চাইলে পুলিশ একজনকে আটক করে।