প্রচার চালাচ্ছেন সাবেক সাংসদ আলাউদ্দীন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিদলীয় সাবেক সাংসদ কাজী আলাউদ্দীন আবারও ধানের শীষ প্রতীক নিয়ে সাতক্ষীরা-৪ (শ্যামনগর- কালীগঞ্জ) আসনে নির্বাচনে অংশ নিতে চান। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২টি ও কালীগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন।
নানা প্রতিকূলতার মধ্যে এবং অনেক মামলায় জেল-জুলুমের শিকার হয়েও তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে রয়েছেন বলে দাবি করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা দলের সহসভাপতি কাজী আলাউদ্দীন।
২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকার বহু রাস্তাঘাট, সেতু, স্কুল-কলেজ, মাদ্রাসা, মন্দির ও মসজিদের নির্মাণ ও সংস্কারকাজ করেছেন জানিয়ে সাতক্ষীরা জেলা বিএনপির এই সহসভাপতি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি জনগণের পাশে আছি, জনগণের পাশেই থাকতে চাই। তাদের স্বার্থে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য। এ জন্য দলীয় মনোনয়নপ্রত্যাশী হয়েছি।’
কাজী আলাউদ্দীন আরো বলেন, ‘আমার এলাকায় তিনটি ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ তৈরি করেছি। জাফরপুরে কাজী আলাউদ্দীন ডিগ্রি কলেজ ও রাজাপুরে কাজী আলাউদ্দীন হাই স্কুল প্রতিষ্ঠা করেছি। কালীগঞ্জে ফায়ার ব্রিগেড স্টেশন এবং দুই উপজেলার গ্রামজুড়ে ১৬০ কিলোমিটার বিদ্যুৎ লাইন বসিয়ে উন্নয়নের সূচনা করেছি। কাকশিয়ালি নদীর ওপর সেতু নির্মাণ করেছি।’