লন্ডনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া
যুক্তরাজ্যপ্রবাসী দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য ও ইউরোপে যথাযথ মর্যাদায় ঈদ উদযাপিত হতে যাচ্ছে।
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ জানিয়েছেন, খালেদা জিয়া সুশীল সমাজ, সাংবাদিক, রাজনীতিবিদ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে লন্ডনের একটি হোটেলে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এ সময় সহস্রাধিক নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের সমাগম হতে পারে।
কয়েক দিন আগে পূর্ব লন্ডনে যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে কয়সর এম আহমেদ জানান, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার লন্ডনের এই সফর। সম্পূর্ণ পারিবারিক তত্ত্বাবধানে তাঁর চিকিৎসার তদারকি চলছে।
এদিকে, বিএনপির চেয়ারপারসন গত মঙ্গলবার লন্ডনে চিকিৎসক দেখিয়েছেন। ওই দিন মাকে নিয়ে সেন্ট্রাল লন্ডনের হার্লি স্ট্রিটের এক চিকিৎসকের কাছে যান খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক নিজেই গাড়ি চালান। তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান তাঁদের সঙ্গে ছিলেন।
গত মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। এই প্রথম দেশের বাইরে ঈদুল আজহা উদযাপন করছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে চিকিৎসা নিতে বাংলাদেশ ছাড়েন তারেক রহমান। এর পর থেকে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। ভিসার মেয়াদ শেষ হলেও রাজনৈতিক আশ্রয় নিয়ে পরিবারসহ সেখানেই রয়েছেন তিনি। তবে বিভিন্ন সময়ে যুক্তরাজ্য বিএনপির নানা অনুষ্ঠানে বক্তব্য দিয়ে সমালোচিতও হয়েছেন কয়েকবার।