যাত্রীদের কষ্ট হলেও দুর্ভোগে পড়তে হচ্ছে না : নৌমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/24/photo-1443111331.jpg)
ঈদে নৌপথে ঘরমুখো যাত্রীদের কষ্ট হলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে না বলে দাবি করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুরের কাওরাকান্দি ঘাট পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক কামালউদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার সরোয়ার হোসেনসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নৌপরিবহন মন্ত্রী বলেন,‘খুব ভালোভাবেই আমরা যাত্রীদের বাড়িতে নিরাপদে পৌঁছে দেওয়ার কাজটি সম্পন্ন করতে পেরেছি। এ পর্যন্ত কোনো দুর্ঘটনা বা কোনো ধরনের অসুবিধা হয়নি। ঈদে-পার্বণে একটু তো কষ্ট হবে। কিন্তু আমি এ কথা বলবো না কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে। কষ্ট হচ্ছে মানুষের একটু। এবং একই সঙ্গে এত লোকের যাতায়াতের ব্যবস্থা স্বাচ্ছন্দ্যে এতটা করা কারোর পক্ষে সম্ভব না। তারপরও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি দেশবাসীকে এবং যারা এ কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’
শাজাহান খান আরো বলেন, ‘যেখানে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে সেখানে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত যাত্রী বলতে আমরা বুঝি যেটা মোটামুটি ধারণ ক্ষমতার বাইরে। যদি এমন কিছু হয় অবশ্যই আমরা তার বিরুদ্ধে মোবাইল কোর্ট (ভ্রাম্যমান আদালত) ব্যবস্থা নিতে বলেছি।’