সাতক্ষীরায় নাগরিক ঐক্যের আহ্বায়কসহ আটজন আটক

নাশকতার মামলায় সাতক্ষীরায় নাগরিক ঐক্যের আহ্বায়ক অ্যাডভোকেট রবিউল ইসলাম খানসহ জামায়াতে ইসলামীর সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নাগরিক ঐক্যের সাতক্ষীরা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট রবিউল ইসলাম খান, জামায়াতের সাতক্ষীরা সদর পূর্ব শাখার আমির মাওলানা ওয়ারেশ আলী, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির ইয়াসিন আলী, জামায়াতকর্মী আবুল হোসেন, আক্তারুজ্জামান, মো. বাবলু, রবিউল ইসলাম ও রুবেল হোসেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, অ্যাডভোকেট রবিউল খানের নামে নাশকতার মামলা থাকায় তাঁকে পলাশপোলের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। অন্যদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে।