সাতক্ষীরায় ছাত্রশিবিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আটক ৪

সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার গভীর রাতে কলারোয়া উপজেলার সলিমপুর গ্রামের লিয়াকত আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কলারোয়া উপজেলার খলিষাবুনিয়া গ্রামের বাসিন্দা জেলা ছাত্রশিবিরের সভাপতি রুহুল আমিন মামুন, শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুরুল আমিন এবং কর্মী সলিমপুর গ্রামের বাকী বিল্লাহ ও একই গ্রামের সাগর হোসেন।
ওই সময় তারা গোপন বৈঠক করছিলেন বলে জানিয়েছেন ডিবি পুলিশের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি অস্ত্র, গুলি, হাতবোমা ও কিছু সাংগঠনিক বই উদ্ধার করা হয়।
সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান বলেন, ‘শিবিরের নেতাকর্মীরা নাশকতার লক্ষ্যে গোপন বৈঠক করছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যায়।’