ঢাকায় এবিবির সেমিনার

ঢাকায় সেমিনারের আয়োজন করেছে পৃথিবীর সেরা প্রকৌশল প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এবিবি গ্রুপ। চলতি মাসের ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত সেমিনারে প্রতিষ্ঠানটির দেশীয় প্রযুক্তিবিদ ছাড়াও ফিনল্যান্ড, জার্মানি, ইতালি, ভারত, অস্ট্রেলিয়া ও দুবাই থেকে আসা প্রকৌশলীরা অংশ নেন।
ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের ১৫৯তম প্রভাবশালী এই প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জুরিখে। কল-কারখানা ও বিদ্যুৎ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য তারা উৎপাদন এবং নিয়ন্ত্রণ-সংক্রান্ত সেবা দেয়।
তাদের সেবা একাধারে পরিবেশবান্ধব এবং সর্বোচ্চ কর্মদক্ষতাসম্পন্ন বলে ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
এবিবি আয়োজিত দুদিনের এই সেমিনারে প্রায় ২০০ জন বাংলাদেশি ভোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ ছাড়া সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতসহ বিভিন্ন জ্বালানি প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপকসহ এই খাতের উদীয়মান প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের জ্বালানি বিভাগের প্রধান নোমান আমজাদ বলেন, বাংলাদেশ এখন উৎপাদন ও বিতরণের চরম শিখরে অবস্থান করছে। এই ক্ষেত্রে দেশটি প্রযুক্তি নির্বাচন করার সঠিক পথেই আছে, যা এই দেশের প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাবে।
এবিবির বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক রাজর্ষি বন্দ্যোপাধ্যায় সেমিনারে উপস্থিত ছিলেন।