নালিতাবাড়ীতে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত হয়েছেন। উপজেলার কাঁকরকান্দি গ্রামে গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনায় আহত হয়েছেন শাশুড়িসহ চারজন। স্বামী ইসমাইল হোসেনকে (৩২) আটক করা হয়েছে।
নিহত বিলকিসের (২৪) লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় শাশুড়ি খালেদা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং চাচিশাশুড়ি ওজুফা বেগম, মামাশ্বশুর নুরুল ইসলাম ও প্রতিবেশী কুদ্দুছ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা হয়েছে।
স্থানীয় কয়েকজনের বরাত দিয়ে নালিতাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বারী জানান, ইসমাইল হোসেনের বাড়ি পাশের জেলা ময়মনসিংহের হালুয়াঘাটে। ঈদ উপলক্ষে স্ত্রীকে নিয়ে তিনি নালিতাবাড়ী উপজেলার কাঁকরকান্দিতে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। গতকাল দিবাগত রাতে তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ইসমাইল ঘরে থাকা দা নিয়ে এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই স্ত্রী বিলকিস নিহত হন। এ সময় তাঁকে আটকাতে গিয়ে শাশুড়িসহ চারজন গুরুতর আহত হন।
আবদুল বারী বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং ইসমাইলকে আটক করেছে।