শেরপুরে জাল নোটসহ আটক ২
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/09/27/photo-1443368452.jpg)
শেরপুর জেলা সদরের ছয়ঘড়ি পাড়া থেকে আজ রোববার বিকেলে এক লাখ ১৭ হাজার টাকার জাল নোটসহ দুজনকে আটক করেছে পুলিশ।
আটক হওয়া ব্যক্তিরা হলেন জেলা সদরের সাতপাকিয়া গ্রামের এংরাজ ও লাভলু।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম এনটিভি এনলাইনকে বলেন, আটক হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল নোটের কারবার করছে এমন সংবাদ পুলিশের কাছে ছিল। আজ বিকেল ৪টার দিকে এংরাজের ফুফুর বাড়ি থেকে জাল নোটসহ দুজনকে আটক করা হয়।
এংরাজ আগেও জাল নোটের কারবারে গ্রেপ্তার হয়েছিল বলে ওসি জানিয়েছেন। তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।