বগুড়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিনজনের মৃত্যু
বগুড়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে কাহালু উপজেলার আজাদ পেপার মিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাহালু উপজেলার জগারপাড়া গ্রামের আদর আলী, দুপচাঁচিয়ার উপজেলার তালোড়া গ্রামের হীরা ও শিবগঞ্জের শাহাদৎ। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় একজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান জানান, সকালে পেপার মিলের সেপটিক ট্যাংক পরিষ্কার করছিলেন চারজন। এ সময় তাঁরা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। পরে মিলের লোকজন তাঁদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অসুস্থ অন্যজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনার পর থেকে ওই পেপার মিলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান এসপি। ময়নাতদন্তের জন্য নিহত তিনজনের লাশ শহীদ জিয়াউর রহমান হাসপাতাল মর্গে রাখা হয়েছে।