ইতালির নাগরিক হত্যায় ইইউর নিন্দা, তদন্তের আহ্বান
ঢাকায় ইতালির নাগরিক চেসারে তাভেলা হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়ের মায়ুদোঁ। একই সঙ্গে বর্বর এ হামলার দ্রুত তদন্ত করে দুর্বৃত্তদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।
আজ মঙ্গলবার সকালে এক বিবৃতিতে রাষ্ট্রদূত চেসারের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। ঢাকায় তিনি নেদারল্যান্ডসভিত্তিক একটি বেসরকারি সংস্থা (এনজিও) আইসিসিওতে কর্মরত ছিলেন।
মায়ুদোঁ বলেন, ‘বাংলাদেশে ইইউ প্রতিনিধিদের সব স্টাফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং নিহত ব্যক্তির প্রিয় মানুষদের সঙ্গে সংহতি জানিয়েছেন।’
রাষ্ট্রদূতের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, চেসারে বাংলাদেশে এসেছিলেন দরিদ্রদের মধ্যে যাঁরা আরো বেশি দরিদ্র, তাঁদের সহায়তা করতে, যার ফলে এই অপরাধের ভয়াবহতা আরো বেড়ে যায়।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২-এর ৯০ নম্বর সড়কে ইতালির ওই নাগরিককে গুলি করে হত্যা করে পালিয়ে যায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। এ দিনই যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ আইএসের দায় স্বীকারের খবর প্রকাশ করে। এরপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাংলাদেশে তাদের নাগরিকদের চলাফেরায় সতর্ক হতে বলে।