গুলশানে গুলিতে বিদেশি নাগরিক নিহত
রাজধানীর গুলশানে সন্ত্রাসীদের গুলিতে এক বিদেশি নাগরিক নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২-এর ৯০ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান এনটিভি অনলাইনকে জানান, নিহত ব্যক্তির নাম চেসারে তাভেলা। তিনি ইতালির নাগরিক বলে তাঁরা জানতে পেরেছেন। এসআই মিজানুর রহমান আরো জানান, নিহতের মরদেহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে।
এর আগে রাত সাড়ে ৮টায় ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার আবদুল আহাদ এনটিভি অনলাইনকে জানিয়েছিলেন, আজ সন্ধ্যা ৭টার দিকে সন্ত্রাসীরা চেসারে তাভেলা নামের এক মার্কিন নাগরিককে গুলি করে চলে যায়। পরে তাঁকে দ্রুত বেসরকারি ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পরে জানা যায়, নিহত ব্যক্তির নাম চেসারে তাভেলা। তিনি ইতালির নাগরিক।
এদিকে এনটিভির কাছে সেতারা বেগম নামের ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যায় হঠাৎ তিন-চারটা গুলির শব্দ পান। তাকাতেই তিনি দেখেন, পশ্চিম দিক থেকে কালো পোশাক পরা অল্প বয়সী দুই যুবক লাফ দিয়ে একটি মোটরসাইকেলে ওঠে। মোটরসাইকেলে একজন বসা ছিল। মুহূর্তে তারা মোটরসাইকেল চালিয়ে চলে যায়। ওই সময় 'ধর ধর' বলে চিৎকার শোনেন। কিন্তু ততক্ষণে ওই যুবকরা চলে যায়। অন্ধকার থাকায় তিনি ওই যুবকদের চেহারা দেখেননি।
এদিকে ঘটনার পরপর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল ঘিরে রাখেন।