ইতালীয় নাগরিক হত্যা : তদন্ত করবে ডিবি
ঢাকায় ইতালীয় নাগরিক চেসারে তাভেলা হত্যার তদন্ত করবে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের কাছ থেকে মামলার তদন্তভার ডিবিকে দেওয়া হয়।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, গতকাল সোমবার রাতে এ হত্যাকাণ্ডের পর গুলশান থানায় একটি হত্যা মামলায় দায়ের করা হয়। ৫০ বছর বয়সী নিহত তাভেলা ছিলেন নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা আইসিসিও কো-অপারেশনের ‘প্রফিটেবল অপরচিউনিটিস ফর ফুড সিকিউরিটি’র প্রকল্প ব্যবস্থাপক।
ঘটনার পর সোমবার রাতেই আইসিসিও কো-অপারেশনের বাংলাদেশের আবাসিক প্রতিনিধি হেলেন সাফ ভ্যান ডাক বিক গুলশান থানায় মামলা দায়ের করেন। থানার উপপরিদর্শক (এসআই) সাব্বিরকে মামলার তদন্ত কর্মকর্তা করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুনতাশিরুল ইসলাম বলেন, মামলাটি তদন্তের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।