বিএনপি ও ছাত্রদলের দুই নেতার ওপর হেলমেট বাহিনীর হামলা

সাতক্ষীরার কলারোয়া পৌর বিএনপির সহসভাপতি আখলাকুর রহমান শেলি ও উপজেলা ছাত্রদলের সহসভাপতি শাহিনকে পিটিয়ে আহত করেছে হেলমেট পরা একদল যুবক। এ সময় তারা একটি ইলেকট্রনিক্স দোকানের মালামাল ভাঙচুর করে।
আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত শেলি ও শাহিন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
শেলির ঘনিষ্ঠজনরা জানান, মাথায় হেলমেট পরা কয়েকজন যুবক চারটি মোটরসাইকেলে এসে আকস্মিক শেলির ইলেকট্রনিক্স দোকানে হামলা চালায়। তারা দোকানের মালামাল ভাঙচুর করে এবং শেলি ও শাহিনকে মারপিট করে কয়েক মিনিটের মধ্যে পালিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, হামলাকারীরা যুবলীগের বহিস্কৃত নেতা শাহজাদার হেলমেট বাহিনীর সদস্য। তারা আরো দুই-একজনকে ধাওয়া করে। তবে ঘটনার পর থেকে শাহিনকে খুঁজে পাচ্ছেন না তাঁর স্বজনরা।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মারুফ আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত করা যায়নি। তবে মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপির একটি গ্রুপ এই হামলা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগও করেনি বলে জানান তিনি।