নাশকতাকারীদের পুলিশ ধরবে, এটাই প্রত্যাশিত : হানিফ
নির্বাচনকালীন যারা নাশকতা করবে, তাদের বিরুদ্ধে পুলিশ আইনি ব্যবস্থা নেবে, সেটাই যৌক্তিক ও প্রত্যাশিত বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, ‘নির্বাচনকালীন পুলিশ নাশকতাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে, এটাই প্রত্যাশিত।’
আজ শুক্রবার দুপুর ১২টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমরা চাই উৎসবমুখর পরিবেশে সব দল নির্বাচনে অংশ নিক। কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ডের নামে বিএনপি যদি সন্ত্রাসীদের পুনর্বাসন করতে চায়, সেটা তো সরকার মেনে নিতে পারে না। এই সুযোগ দেওয়া হবে না। যারা নাশকতা, সন্ত্রাসীর দায়ে অভিযুক্ত, তাদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে, এটাই যৌক্তিক।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলেও হানিফ দাবি করেন। তিনি আরো বলেন, ‘নির্বাচনকালীন পুলিশ নাশকতাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে, এটাই প্রত্যাশিত। আর সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালালেই বিএনপির জ্বালা হয়। যেকোনো সন্ত্রাসীকে ধরলেই তারা তার পক্ষে সাফাই শুরু করে। পক্ষ নিয়ে বিএনপি প্রমাণ করেছে, আসলেই তারা সন্ত্রাসী দল।’
এ সময় কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।