‘খালেদা জিয়ার চিকিৎসাকে ওবায়দুল কাদেরের সঙ্গে মেলানো সমীচীন নয়’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাকে ওবায়দুল কাদেরের চিকিৎসার সঙ্গে মেলানো সমীচীন নয়।’ তিনি বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা কারা বিধি অনুযায়ী হবে। এতে রাজনৈতিক দল বা সরকারের কিছুই করার নেই।’
আজ বুধবার আওয়ামী লীগের সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহবুবউল আলম হানিফ।
ওবায়দুল কাদেরের সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসা একই পাল্লায় মাপা সমীচীন নয় বলে উল্লেখ করেন মাহবুবউল আলম হানিফ।
হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাঁর সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. আবু নাসের রিজভী জানিয়েছেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার ক্রমেই উন্নতি হচ্ছে।
বিএনপির চেয়ারপারসনের চিকিৎসার ব্যাপারে দলটির দাবি প্রসঙ্গে হানিফ বলেন, ‘কারা কর্তৃপক্ষ তার কারাগারের অধীনে যেসব কয়েদি আছে, তাঁদের সুচিকিৎসার জন্য কখন, কাকে কোথায় কীভাবে সুচিকিৎসা দিতে হবে, এ সিদ্ধান্ত তারাই দিয়ে থাকে। এখানে সরকারের কোনো ভূমিকা নেই। থাকতে পারে না।’
হানিফ আরো বলেন, ‘আমরা একটা বিষয়ে হতাশ হয়েছি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে আর খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলছেন বিএনপি নেতারা, এটা অত্যন্ত দুঃখজনক।’
আগামী দুই সপ্তাহের মধ্যে দলের সাধারণ সম্পাদক সুস্থ হয়ে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন হানিফ। তিনি বলেন, ‘একেবারেই সুস্থ-স্বাভাবিকভাবে যাতে উনি ফিরে আসতে পারেন, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করছি, আগামী দু-এক সপ্তাহের মধ্যেই আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব সুস্থ অবস্থায় দেশে ফিরে আসবেন।’
গণফোরামের দুই নির্বাচিত সংসদ সদস্য বৃহস্পতিবার শপথ নিচ্ছেন উল্লেখ করে হানিফ তাঁদের অভিনন্দন জানান এবং বিএনপির সংসদ সদস্যদেরও শপথ নেওয়ার আহ্বান জানান।