নাটোরে বিএনপি নেতা দুলু বাদ, টিকলেন স্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/12/02/photo-1543737952.jpg)
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ফাইল ছবি
নাটোরে চারটি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে।
আজ রোববার সকাল ১০টার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহ রিয়াজের নেতৃত্বে শুরু হয় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ। এ সময় অধিকাংশ প্রার্থী উপস্থিত ছিলেন।
বাছাই শেষে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমীন ছবির মনোনয়নপত্র গৃহীত হয়েছে।
এ ছাড়া নাটোর-৪ আসনে জাতীয় পার্টির আলাউদ্দিন মৃধা, জামায়াত নেতা দেলোয়ার হোসেন খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে টেকেনি জাসদ ও মুসলীম লীগের প্রার্থীর মনোনয়নপত্রও।
নাটোর-১ আসনে সাম্যবাদী দলের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।