ভোলায় বিএনপি প্রার্থীর বাড়িতে হামলা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/12/10/photo-1544435581.jpg)
ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনে বিএনপির প্রার্থী সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলমের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
নাজিম উদ্দিন আলম অভিযোগ করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ।
এ ঘটনার পর রাত থেকেই শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরপর নিজের নির্বাচনী এলাকায় স্থানীয়ভাবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন নাজিম উদ্দিন আলম।
নাজিম উদ্দিন আলম অভিযোগ করেন, গতকাল তাঁর নির্বাচনী এলাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনী কাজ ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক বরাদ্দের চিঠি নেওয়ার জন্য রাতে ভোলা সদরেই থাকেন। রাতেই তাঁর বাসায় হামলা করা হয়। এ সময় বাসার বাইরে ও ভেতরে ব্যাপক ভাঙচুর করা হয়। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক ও পুলিশ সুপারকে জানান।
এদিকে, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক। রাত থেকেই পৌরশহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।
তবে এ ঘটনার দায় অস্বীকার করেছেন চরফ্যাসন পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ। তিনি বলেন, ‘বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ হামলা করেনি।’