সাতক্ষীরায় বিএনপির প্রার্থী ডা. শহিদুলের প্রচারে বাধার অভিযোগ

সাতক্ষীরায় নির্বাচনী প্রচারে বাধা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে সাতক্ষীরা-৩ আসনের বিএনপি দলীয় প্রার্থী ডা. শহিদুল আলম। আজ বুধবার বিকেলে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে ডা. শহিদুল আলম বলেন, আওয়ামী লীগের দলীয় কয়েকজন চেয়ারম্যান ও পুলিশ এসব তৎপরতা চালাচ্ছে। নির্বাচন পরিচালনার কোনো পরিবেশ নেই জানিয়ে তিনি বলেন তাঁর দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। প্রচার মাইক ভাঙচুর করা হচ্ছে, এমনকি কোনো কোনো স্থানে মারপিট করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রথম সহসভাপতি ডা. শহিদুল আলম বলেন, দেবহাটা উপজেলায় ছাত্রদলের কামরুল ইসলাম ও ফিরোজ আহমেদসহ কয়েকজন নেতার ওপর হামলা চালিয়েছে ক্ষমতাসীন দলের লোকজন। আশাশুনি উপজেলা বিএনপির সম্পাদক রুহুল কুদ্দুস ও বড়দল ইউনিয়ন বিএনপি নেতা আজহারুল ইসলাম মন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীক কেড়ে নেওয়া হচ্ছে, নেতাকর্মীদের গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে, পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বিএনপি কর্মীদের হয়রানি করছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ সিরাজুল ইসলাম, খায়রুল আহসান, তারিকুল হাসান, মো. ইসলামউদ্দিন, আশরাফুজ্জামান মুকুল, হাফিজুল ইসলাম প্রমুখ।