শান্তির আশ্বাস শম্ভুর, কারচুপি ঠেকাবেন মতিয়ার
নির্বাচনে কোনো ধরনের কেন্দ্র দখল বা ভোট কারচুপি হলে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বরগুনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মতিয়ার রহমান। অন্যদিকে, কারো প্রচারে বাধা না দিয়ে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
গতকাল বুধবার দুপুরে বরগুনার শিল্পকলা একাডেমিতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে ‘শান্তি জিতলে জিতবে দেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী।
অনুষ্ঠানে বিএনপির প্রার্থী মো. মতিয়ার রহমান বলেছেন, ‘আমি বেঁচে থাকতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট প্রদানে ভোটারদের বাধা প্রদানের পাশাপাশি কেন্দ্র দখল ও ভোট কারচুপির চেষ্টা করতে দেবো না। কেন্দ্র দখল ও ভোট কারচুপির চেষ্টা করলে যেকোনো মূল্যে আমি তা প্রতিহত করবই।’
অন্যদিকে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, ‘কোন প্রতীকে ভোট প্রদান করলে সাধারণ মানুষের মঙ্গল হবে, তা আমাদের ভোটাররা জানেন। আমাদের দেশের মানুষ তাঁদের অধিকার প্রতিষ্ঠা করতে জানেন। আমি অবশ্যই চাইব, ভোটাররা আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে।’
এ সময় বিএনপি প্রার্থীর উদ্দেশে আওয়ামী লীগ প্রার্থী বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির নির্বাচনী প্রচারে কোনো প্রকার বাধা বা উসকানি দেওয়া হবে না। আপনারাও চেষ্টা করবেন, আমাদের প্রচারে কোথাও যেন কোনো বাধা সৃষ্টি না হয়। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দেশকে এগিয়ে নিতে চাই।’
এ সময় ভোটারদের প্রশ্নের জবাবে শম্ভু বলেন, ‘পৃথিবীর সব গণতান্ত্রিক দেশেই নির্বাচন কমিশন থাকে। আমাদের নির্বাচন কমিশন হচ্ছে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আমরা আশা করি, নির্বাচন কমিশন তার এই ক্ষমতা কাজে লাগিয়ে শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দেবে।’