সাতক্ষীরা-১ আসনে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ

সাতক্ষীরা-১ আসনে বিএনপির নেতাকর্মীদের ওপর সরকারদলীয়দের হামলা এবং বিনা কারণে পুলিশের হয়রানি ও গ্রেপ্তারের অভিযোগ তুলেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। আজ বৃহস্পতিবার সকালে পাটকেলঘাটা এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
নির্বাচনে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি জানিয়ে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিব বলেন, বিরোধীপক্ষের হামলা ও পুলিশী হয়রানির কারণে তাঁর দলের কর্মীরা কাজ করতে পারছেন না। মনোনয়ন পাওয়ার পর থেকে এ পর্যন্ত বিএনপির শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব কারণে নেতাকর্মীরা নিজেদের বাড়িতে থাকতে পারছেন না।
বিএনপি নেতা বলেন, তাঁর নির্বাচনী আসনের তালা, কলারোয়া ও পাটকেলঘাটা থানা এলাকায় চেয়ারম্যানের নেতৃত্বে সরকারদলীয় কয়েকজন কর্মীদের মারপিট ও ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলছেন। অনেক জায়গায় পোস্টার লাগাতেও বাধা দেওয়া হচ্ছে। হামলা গ্রেপ্তারসহ সার্বিক বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারকে জানানো হলেও এখন পর্যন্ত এসব বন্ধ হয়নি। অতি সত্ত্বর এসব বন্ধের আহ্বান জানান হাবিবুল ইসলাম।