ভেদরগঞ্জে আগুনে ভস্মীভূত ব্যবসাপ্রতিষ্ঠান-বসতবাড়ি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সদরের চাঁদপুর-শরীয়তপুর সড়কের পাশে আগুনে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও ছয়টি বসতঘর ভস্মীভূত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনে ওই বাজারের ব্যবসায়ী আবুল বাশার চোকদারের সেবা ইলেকট্রনিকস সামগ্রীর একটি কক্ষ, তাঁর বাড়ির ছয়টি বসতঘর ও দেলোয়ার হোসেন মিয়ার দেলোয়ার ইলেকট্রনিকস নামের ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই সময় আহত হন জাকির হোসেন, দুলাল চোকদার ও ইব্রাহিম মিয়া।
আবুল বাশার চোকদার বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। আমার এক কোটি টাকার ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।’
শরীয়তপুর ফায়ার স্টেশনের ইনচার্জ আবদুল আলিম মুন্সী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।