‘বিএনপি নিজেরাই মারামারি করছে’

সাতক্ষীরা -১ আসনের বর্তমান সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ। পুরানো ছবি : সংগৃহীত
সাতক্ষীরা -১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন, ‘প্রচারনাকালে সমর্থকদের আনতে না পেরে নিজেরাই মারামারি করেছে বিএনপি। এসব ঘটনায় হতাশ হয়ে আওয়ামী লীগ সমর্থকদের নানাভাবে হুমকি দিতে শুরু করেছে তারা।’ তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানান।
আজ শুক্রবার সন্ধ্যায় কলারোয়া বাজারে ‘নৌকা’র পক্ষে প্রচারনা মিছিল সমাবেশ করেন মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফিরোজ আহমেদ স্বপন।
বর্তমান সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ বলেন, ‘বিএনপি নেতারা ২০০২ সালের কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়ি বহরে হামলার সাক্ষিদের হুমকি দিচ্ছে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন। এর আগে তাঁরা ওফাপুরে আরও একটি নির্বাচনী সমাবেশ করেন।