‘শেখ হাসিনার গাড়িবহরে হামলার সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে’

সাতক্ষীরা-১ আসনের কলারোয়া উপজেলা বাজারে নৌকার পক্ষে প্রচার মিছিল ও সমাবেশ করেছেন মহাজেোটের প্রার্থী ও ওয়ার্কার্স পার্টি নেতা মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফিরোজ আহমেদ স্বপন।
গতকাল শুক্রবার রাতে কলারোয়া বাজারে শত শত সমর্থক নৌকার পক্ষের এই প্রচার মিছিলে অংশ নেন। প্রার্থী ভোটারদের কাছে ভোট চান।
পরে এক সমাবেশে বর্তমান সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ বলেন, দুর্বল বিএনপি মাঠে দাঁড়াতে পারছে না। বিএনপি নেতারা এখন ২০০২ সালের কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়ি বহরে হামলার সাক্ষীদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।
আজ দুপুরে তাদের প্রচারকাজ ছিল। কিন্তু সেখানে তাঁরা লোকজনদের আনতে পারেনি। এখন নিজেরা মারামারি করেছে। এসব ঘটনায় হতাশ হয়ে বিএনপি এখন আওয়ামী লীগ সমর্থকদের নানাভাবে হুমকি দিতে শুরু করেছে বলেও অভিযোগ করেন লুৎফুল্লাহ।
সমাবেশে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন আগামী নির্বাচনে মহাজোটকে বিজয়ী করতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এর আগে আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির নেতারা ওফাপুরে আরেকটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন। সেখানে তাঁরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।
এদিকে নির্বাচনী প্রচারকালে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ও তাঁর সমর্থকদের ওপর হামলার ঘটনার পর থেকে কলারোয়ায় থমথমে অবস্থা বিরাজ করছে।