লক্ষ্মীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ১
লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নুরা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নুরা লক্ষ্মীপুর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গতকাল গভীর রাতে একদল ব্যক্তি কুশাখালী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে অন্য ডাকাতরা পালিয়ে যেতে পারলেও নুরা এলাকাবাসীর হাতে ধরা পড়ে। এ সময় তারা তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই নুরা মারা যান।
পরে পুলিশ খবর পেয়ে শনিবার ভোররাতে লাশ উদ্ধার করে বাঁশেরহাট থানার পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে নেওয়া হচ্ছে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি। তিনি বলেন, নিহত নুরার বিরুদ্ধে চুরি-ডাকাতিসহ ভিন্ন ভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।