সাতক্ষীরায় ট্রাকের চাপায় প্রাণ গেল নানি-নাতির

সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নের বালিগাদা এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নানি-নাতির মৃত্যু হয়েছে। গুরুতর আহত নানাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ফরিদা বেগম (৫০) ও তাঁর নাতি ফাহাদ (১৪)। আহত মোটরসাইকেল চালক নানার নাম জানা যায়নি। তাঁদের বাড়ি পাটকেলঘাটা থানাধীন তৈলকুপি গ্রামে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, চালক মোটরসাইকেলে তাঁর স্ত্রী ও নাতিকে নিয়ে সাতক্ষীরা থেকে চুকনগর অভিমুখে যাচ্ছিলেন। এ সময় একই দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে তা সড়কের ওপর উল্টে পড়ে। এতে ট্রাকের তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান নানি-নাতি।
দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ট্রাকটি আটক করেছে পুলিশ।