রাজবাড়ীতে মাটির নিচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ২
রাজবাড়ীর পাংশা উপজেলার বহলাডাঙ্গা গ্রাম থেকে গতকাল শুক্রবার রাতে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে বহলাডাঙ্গা হাইস্কুল সংলগ্ন পুকুরের পাড় থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, আটক আলী জামান ও ইদ্রিস চরমপন্থী দলের সদস্য। এদের মধ্যে আলী জামান অমল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড এবং ইদ্রিস তার সহযোগী।
রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির আজ শনিবার দুপুরে পুলিশ লাইনস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। তিনি জানান, আটক ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী তিনটি বিদেশি বন্দুক, একটি দেশে তৈরি একনলা বন্দুক এবং দুটি দেশীয় ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরো জানান, নাশকতা চালানোর জন্য কয়েকজন লোক পাংশার বহলাডাঙ্গায় জমায়েত হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে এ দুজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বহলাডাঙ্গা হাইস্কুলের পুকুরপাড়ে মাটির নিচে লুকিয়ে রাখা এসব অস্ত্র উদ্ধার করা হয়। এদের দুজনকে অস্ত্র আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তিনি।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পাংশা থানায় হত্যা, অস্ত্র ও ডাকাতির চারটি মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার। এ ছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।