দুই চিকিৎসকের ভোটের লড়াই

আওয়ামী লীগের প্রার্থী হয়ে একজন এবার হ্যাটট্রিক করতে চান। আর বিরোধী পক্ষ চান তাঁকে হারিয়ে বিজয়ের মালা পরতে।
সাতক্ষীরা-৩ আসনে এই লক্ষ্য নিয়ে নির্বাচনী ময়দানে লড়ছেন দেশের দুই বরেণ্য চিকিৎসক আ ফ ম রুহুল হক ও শহিদুল আলম। দুজনের বাড়িই কালীগঞ্জ উপজেলার নলতা এলাকায়। তাঁরা একে অপরের প্রতিবেশীও।
আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জ উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে গঠিত সাতক্ষীরা-৩ আসন। এখানে ভোটার সংখ্যা তিন লাখ ৮৭ হাজার ২৯০ জন। এ আসনে মহাজোট প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বিএনপির প্রার্থী ড্যাব নেতা ডা. শহিদুল আলম।
দেশের স্বাস্থ্যসেবায় দুজনেই নিবেদিতপ্রাণ। চিকিৎসক হিসেবে তাঁদের পরিচিতি ও সুনাম শীর্ষে। আ ফ ম রুহুল হক অর্থোপেডিক চিকিৎসক হিসেবে আর শহিদুল আলম হৃদরোগের চিকিৎসক হিসেবে খ্যাতিসম্পন্ন।
আ ফ ম রুহুল হক ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী মওলানা রিয়াসাত আলীকে আট হাজার ৯০৭ ভোটে হারিয়ে এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ সংসদ নির্বাচনে তিনি জয়লাভ করে নির্বাচনী ময়দানে হ্যাটট্রিক করতে চান।
অন্যদিকে ডা. শহিদুল আলম এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়ের ব্যাপারে তিনিও আশাবাদী।
সাতক্ষীরার মানুষ এ দুই চিকিৎসকের ভোটের লড়াই দেখতে বেশ উৎসুক হয়ে রয়েছেন।