নাটোরে ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় পুলিশের টহলরত মাইক্রোবাসে থাকা রুবেল নামের এক কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুই পুলিশ সদস্য। আজ সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, সন্ধ্যায় হাইওয়ে পুলিশের একটি টহল মাইক্রোবাস বড়াইগ্রাম উপজেলার কয়েনবাজার এলাকায় দাঁড়িয়েছিল। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কনস্টেবল রুবেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।