ঝালকাঠিতে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/12/26/photo-1545820227.jpg)
গতকাল মঙ্গলবার রাতে ঝালকাঠির রাজাপুর উপজেলার হাইলাকাঠি গ্রামের পারেরহাট এলাকায় ঝালকাঠি-১ আসনের নৌকার প্রার্থী বজলুল হক হারুনের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ছবি : এনটিভি
ঝালকাঠি-১ আসনের নৌকার প্রার্থী বজলুল হক হারুনের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ের পাশে থাকা দুটি দোকানও আগুনে পুড়ে যায়। গতকাল মঙ্গলবার রাতে রাজাপুর উপজেলার হাইলাকাঠি গ্রামের পারেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাতে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আগুনে কার্যালয়ের সাউন্ড বক্স ও আসবাবপত্র পুড়ে যায়। এ ছাড়া কার্যালয়ের পাশে থাকা জলিলের চায়ের দোকান ও মিজানের ইলেকট্রিকের দোকানও পুড়ে যায়। দোকানের ভেতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানিয়েছেন, ‘আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’