ইভিএমে ভোট দেওয়া শিখলেন সাতক্ষীরার ভোটাররা

হাতে-কলমে এক নতুন শিক্ষা নিলেন সাতক্ষীরার বাসিন্দারা। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে কীভাবে ভোট দিতে হয়, তা তাঁরা জেনে ও বুঝে নিলেন।
আজ বৃহস্পতিবার সাতক্ষীরা-২ (সদর) আসনের ১৩৭টি কেন্দ্রের সবকটিতে ভোটারদের হাতে-কলমে ভোটদান প্রশিক্ষণ দেন ভোটকেন্দ্রে নিযুক্ত কর্মকর্তারা। সকাল ৯টা থেকে এ কার্যক্রম শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত তা চলার কথা।
ভোটারদের পরিচয়পত্র নিশ্চিত করার পর তাঁরা তাঁদের পছন্দের প্রতীকের কোন বোতামে চাপ দেবেন, তা বুঝিয়ে দেওয়া হয়। একই সঙ্গে তাঁর ভোটটি সঠিকভাবে তাঁর সমর্থিত প্রার্থী পেলেন কি না, তাও তিনি নিশ্চিত করতে পারবেন নিচের সবুজ রঙের বোতামে চাপ দিয়ে।
ভোটাররা জানলেন, এই পদ্ধতিতে তাঁর ভোট সুরক্ষা পাবে। আর এই নতুন পদ্ধতির ভোট দেওয়ার জন্য সাতক্ষীরা সদর উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা-২ আসনের তিন লাখ ৫৬ হাজার ২৪৬ জন ভোটার অপেক্ষা করছেন। আজ তাঁরা প্রতীকী ভোট দিলেন।
কেন্দ্রগুলোতে ভোটাররা যাচ্ছেন। লাইন ধরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কেন্দ্রগুলোতে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পাশাপাশি আছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, কর্মকর্তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ইভিএম বিষয়ে টেকনিক্যাল এক্সপার্টরাও এসেছেন। তাঁরাও ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন, কীভাবে ভোট দিতে হবে। আজ প্রতীকী ভোটে অংশ নিচ্ছেন ভোটাররা।
৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। সাতক্ষীরার চারটি আসনের অন্য তিনটিতে ব্যালট পদ্ধতি ভোট নেওয়া হবে।