ঝালকাঠি বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ আটক ২২
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/12/27/photo-1545899501.jpg)
ঝালকাঠি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি। ফাইল ছবি
ঝালকাঠি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পিসহ ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে জেলার বিভিন্ন জায়গা থেকে তাঁদের আটক করা হয়। বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলায় ওই আসামিদের আটকের জন্য জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় ঝালকাঠি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পিসহ ২২ বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।