গাছের সঙ্গে জিপের ধাক্কা, ২ সৈনিক নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় আজ রোববার রাতে সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর দুই সৈনিক নিহত ও দুই সৈনিক গুরুতর আহত হয়েছেন। চকরিয়ার খুটাখালীর কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সেনাবাহিনীর একটি জিপ সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে হতাহতের এই ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন সৈনিক নাঈম ও সৈনিক শফিকুর রহমান। আহত সৈনিক সাজ্জাদ ও আরিফুল ইসলামকে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালুমঘাট ফাঁড়িতে দায়িত্বরত হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে রাত ৮টার দিকে সেনাবাহিনীর একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের গ্রামের বাড়ির পরিচয় নিশ্চিত করে বলতে পারেনি মালুমঘাট হাইওয়ে পুলিশ।