কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত
কুমিল্লায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী।
গতকাল বুধবার দিবাগত মধ্যরাতের দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার মনা গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম সাইফুল আলম (৩০)। তিনি উপজেলার জোড়ামেহের গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ফিরোজ আলম দাবি করেন, ডিবি পুলিশ ও থানা পুলিশের একটি দল মনা গ্রামে অভিযান পরিচালনা করতে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে।
এ সময় মাদক ব্যবসায়ী সাইফুল গুলিবিদ্ধ হন। তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে দাবি করেন ডিবির পরিদর্শক।