ইভিএম কেনায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে দুদক

ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) কেনাকাটায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনে (ইসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানকালে ইসির কাছে এ সংক্রান্ত নথি চেয়েছে দুদক। রোববার (২৬ জানুয়ারি) এক অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের তিন সদস্যের একটি দল নির্বাচন কমিশনে (ইসি) অভিযান চালিয়েছে।
নির্বাচন ভবনে সংরক্ষণ করা তিনটি ইভিএম পরীক্ষা করা হয়েছে জানিয়ে দুদকের সহকারী পরিচালক নুর আলম সিদ্দিকি বলেন, ইসি তিন জায়গায় ইলেকট্রনিক ভোটিং মেশিন সংরক্ষণ করে। আঞ্চলিক ১০টি কার্যালয়, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি ও নির্বাচন কমিশনে ইভিএম সংরক্ষণ করা হয়। র্যানডম ভিত্তিতে ইসিতে সংরক্ষিত মেশিনগুলোর মধ্যে তিনটি মেশিন আমরা পরীক্ষা করে দেখি। একটি অচল ও বাকিগুলো ঠিক আছে।
নুর আলম সিদ্দিকি বলেন, তৎকালীন কমিশন ২০১৮ সালে এক লাখ ৫০ হাজার ইভিএম কেনে। এর মধ্য এক লাখ ৫০০ মেশিন ব্যবহারের অুনপযোগী রয়েছে বলে অভিযোগ উঠে। নির্বাচন কমিশনে ৬১৮টি, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে (বিএমটিএফ) ৮৬ হাজার এবং ১০টি আঞ্চলিক অফিসে প্রায় ৬২ হাজার ইভিএম সংরক্ষণ রয়েছে। নিম্নমানের মেশিন কেনার বিষয়ে আমরা বেশকিছু রেকর্ড সংগ্রহ করেছি। বাকি রেকর্ডপত্রের রিকুইজিশন দিয়েছি। নিম্নমানের মেশিন বেশি দামে কেনার অভিযোগ ছিল। রেকর্ডপত্র চেয়েছি। সেগুলো পেলে প্রতিবেদন দাখিল করব।