শেরপুরে বাসচাপায় যুবক নিহত

শেরপুর জেলা সদরের শেরীপাড়া নামক স্থানে আজ সোমবার বিকেলে বাসচাপায় এক যুবক নিহত হয়েছেন।
নিহতের নাম আতিকুর রহমান আতিক (১৮)। তাঁর বাড়ি জেলা শহরের শেরীপাড়া মহল্লায়।
এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, বিকেলে রাস্তার পাশে বসে ছিল আতিক। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বকশীগঞ্জগামী ‘বৈশাখী’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আতিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আতিকের মৃত্যু হয়।
আতিকের লাশ শেরপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে বাসটিকে শেরপুরের শ্রীবরদী পৌর শহরে আটক করেছে পুলিশ। তবে বাসের চালককে আটক করা সম্ভব হয়নি।