সাতক্ষীরায় স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত। আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার এ রায় দেন। তবে আসামি পলাতক।
মৃত্যুদণ্ড পাওয়া আসামির নাম আবদুস সবুর মোল্লা। তিনি কলারোয়া উপজেলার মুরারিকাটি এলাকার বাসিন্দা। নিহতের নাম রোমেছা খাতুন। তিনি একই উপজেলার কুমারনল গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ দিয়ে জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) তপন কুমার দাস জানান, নিহত রোমেছা খাতুন এলজিইডির একটি প্রকল্পে চাকরি করতেন। আবদুস সবুর মোল্লা তাঁর আগের বিয়ের কথা গোপন করে রোমেছা খাতুনকে বিয়ে করেন। এ বিষয়টি নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হতো। এ ছাড়া সবুর মোল্লা রোমেছার বেতনের টাকা নিতে চাইতেন। এসব বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এরই জের ধরে ২০১২ সালের ২০ আগস্ট সবুর মোল্লা তাঁর স্ত্রী রোমাছা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে রাখেন।
এ ঘটনায় রোমেছার ভাই জালালউদ্দিন কলারোয়া থানায় সবুর মোল্লাকে একমাত্র আসামি করে একটি মামলা করেন।
আদালতে সরকারের পক্ষে এ মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট তপন কুমার দাস।