শ্বশুরবাড়িতে যুবককে খুন, স্ত্রী আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/01/12/photo-1547277089.jpg)
নাটোরের গুরুদাসপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে কাবিল হোসেন নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এই অভিযোগে তাঁর স্ত্রীকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে উপজেলার মসিন্দা গ্রামে ওই ঘটনা ঘটে।
এ ঘটনায় আটক করা হয়েছে স্ত্রী রুবি খাতুনকে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, গত চার মাস আগে আত্মীয়তার সূত্রে প্রেম ও পরবর্তী সময়ে আদালতে গিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন চাটমোহর এলাকার কাবিল হোসেন ও গুরুদাসপুরের রুবি খাতুন। কিন্তু বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এ কারণে কাবিলের স্ত্রী রুবিনা বাবার বাড়ি চলে যান।
গতকাল স্ত্রীকে ফিরিয়ে আনতে কাবিল শ্বশুরবাড়ি যান। সেখানে রাতের বেলা রুবির সঙ্গে তাঁর কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে রুবি বটি দিয়ে কাবিলের অণ্ডকোষ কেটে দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে দাবি করেন ওসি।
খবর পেয়ে আজ শনিবার সকালে পুলিশ কাবিলের লাশ উদ্ধার করে।