রিজভীকে ফের কারাগারে পাঠানোয় বিএনপির উদ্বেগ
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে চিকিৎসা শেষ না করেই হাসপাতাল থেকে জেলখানায় প্রেরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আসাদুজ্জামান রিপন।’
বিবৃতিতে আসাদুজ্জামান রিপন বলেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গুরুতর অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য তাঁকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু তাঁর যখন শারীরিক চিকিৎসা চলছিল এবং তিনি আরোগ্য লাভ না করার পরও তাঁকে হাসপাতাল থেকে পুনরায় কারাগারে প্রেরণের ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা এতে তাঁর শারীরিক অবনতির আশঙ্কা করছি।’
রিজভীকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসা লাভের সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আসাদুজ্জামান রিপন।