সমালোচনা করুন কিন্তু উসকানি দেবেন না : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় আমাদের নিয়ে সমালোচনা করেন, সহ্য করব। ত্রুটি নিয়ে কথা বলুন, আমরা সংশোধন করে নেবো; কিন্তু উসকানি দেবেন না। জঙ্গিবাদ, আগুন-সন্ত্রাস ও যুদ্ধাপরাধীদের পক্ষে ওকালতি করবেন না।’
তথ্যমন্ত্রী সোমবার বিকেলে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত বিশ্ব বসতি দিবস উপলক্ষে ‘গৃহায়ণ ও নির্মাণ প্রযুক্তি প্রদর্শনী-২০১৫’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মঙ্গলবার বাসসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট প্রাঙ্গণে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম বজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান ও হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আবু সাদেক।
তথ্যমন্ত্রী আরো বলেন, ‘শেখ হাসিনা এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি দেশকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন। তাই আমাদের এখন আর ভয় নেই। সবার হাতে যখন ল্যাপটপ ও মোবাইল এসে গেছে, তখন দেশ উন্নয়নের পথেই চলবে। আমরা জলবায়ুর অভিঘাত মোকাবিলা করে বাংলাদেশকে রক্ষায় যতটুকু সাফল্য পেয়েছি, জাতিসংঘ ইতোমধ্যে এর স্বীকৃতি দিয়েছে।’
হাসানুল হক ইনু বলেন, ‘দেশকে আবর্জনামুক্ত করতে দেশ থেকে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, আগুন-সন্ত্রাসসহ সব জঞ্জাল ছেঁটে ফেলা আমাদের সকলেরই দায়িত্ব।’
এ সময় ইনু বলেন, সব ধরনের অপরাধ কর্মকাণ্ডের সূত্রপাত হয় অবৈধভাবে গড়ে ওঠা বস্তিগুলো থেকে। আর বস্তি থাকলে কোনোভাবেই নগরায়ণ হতে পারে না।
পরে তথ্যমন্ত্রী গৃহায়ণ ও নির্মাণ প্রযুক্তি প্রদর্শনী-২০১৫-এর উদ্বোধন করেন।