সম্পাদক হাবিবের বিরুদ্ধে সাংসদ জগলুলের ১০ কোটি টাকার মামলা

সাতক্ষীরার দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। গতকাল বৃহস্পতিবার এই মানহানির মামলা করা হয়।
আগামী রোববার সাতক্ষীরার যুগ্ম জেলা জজের (২ নম্বর আদালত) আদালতে মামলার শুনানি শেষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আদালত।
মামলার আরজিতে বলা হয়েছে, গত ৫ জানুয়ারি শনিবার সাতক্ষীরার দৈনিক সাতনদী পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার বাহিনীর হাতে সংখ্যালঘু নির্যাতন, প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি’ শীর্ষক একটি খবর প্রকাশিত হয়। শ্যামনগরের মহাদেব মণ্ডল ও মহেন্দ্র মণ্ডলকে ওই চিঠির লেখক বানিয়ে যে তথ্য দেওয়া হয়েছে, সেই তথ্য তাঁদের দেওয়া নয়। এ বিষয়ে তাঁরা শ্যামনগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানান। পরে বিভিন্ন পত্রিকায় তা প্রকাশিত হয়।
মহাদেব ও মহেন্দ্র বলেন, ওই চিঠি সম্পর্কে তাঁদের কিছুই জানা নেই।
এ ঘটনার প্রতিবাদ জানানো হলে সাতনদী পত্রিকার সম্পাদক তাঁর খবরটি সত্য বলে দাবি করেন এবং এ ব্যাপারে ধারাবাহিকভাবে আরো লিখবেন বলে হুমকি দেন।
এ ঘটনার পরদিন দৈনিক সাতনদী পত্রিকায় মহেন্দ্র মণ্ডলের নাম ব্যবহার করে হাতে লেখা মিথ্যা চিঠি প্রকাশ ও ‘জগলুল বাহিনী কর্তৃক কুলা সমর্থককে মারপিট, গাড়ি ছিনতাই’ শিরোনামে আরো একটি খবর প্রকাশিত হয়।
শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ এস এম জগলুল হায়দার মামলায় উল্লেখ করেন, এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ করে তাঁর অসাম্প্রদায়িক কার্যক্রমের ওপর আঘাত করা হয়েছে। মান-সম্মানের হানি করা হয়েছে এবং তাঁর নীতি-নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তাঁর সুনাম, খ্যাতি, মর্যাদা ও সম্মান বিনষ্ট করা হয়েছে। এর প্রতিকার পাওয়ার জন্য তিনি দৈনিক সাতনদীর সম্পাদকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন।
মামলার বিষয়ে জানতে চাইলে দৈনিক সাতনদীর সম্পাদক হাবিবুর রহমান জানান, তিনি মামলার কথা শুনেছেন। তবে কোনো লিখিত কাগজ পাননি।