নাটোরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজন নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/01/20/photo-1547990465.jpg)
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় আজ রোববার বিকেলে মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়। ছবি : এনটিভি
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছে। আজ রোববার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্ত্রী সোনিয়া ও ছয় বছর বয়সী শিশু ছেলে তাসফিকে নিয়ে ব্যবসায়ী খালেদুর রহমান রব রাজশাহীর আড়ানি থেকে মোটরসাইকেলে করে আত্মীয়র বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে বেড়াতে যান। বিকেলে পরিবারসহ পুনরায় নিজ বাড়িতে ফেরার পথে ওই এলাকাতেই বালুবাহী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পুলিশ ট্রাকটি জব্দ করলেও আটক করতে পারেনি চালককে।